ED Raid Rishra: সাতসকালে রিষড়ার ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা
ইডির হাতে আসা বেশ কিছু তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত হানা বলে মনে করা হচ্ছে।
Truth of Bengal: সাতসকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল হুগলির রিষড়ায়। বুধবার ভোরে রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী পল্লী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র আধিকারিকরা। হুন্ডি ও হাওয়ালার মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগেই এই অভিযান বলে জানা যাচ্ছে।
এদিন ভোরের আলো ফুটতেই ১৭ নম্বর লক্ষ্মী পল্লী থার্ড লেনে ‘শ্যামপানা কুঞ্জ’ নামে ওই বাড়িটিতে পৌঁছান ইডি আধিকারিকরা। মোট তিনটি গাড়িতে পাঁচজন তদন্তকারী আধিকারিক এই অভিযানে অংশ নিয়েছেন। তাঁদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর (সিআইএসএফ) ছয়জন জওয়ান। নিরাপত্তার খাতিরে গোটা বাড়িটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই বাড়িটির মালিক কৈলাশ কুমার ভার্মা। পেশায় তিনি একজন ব্যবসায়ী হলেও তাঁর বিরুদ্ধে অবৈধ হুন্ডি কারবারের সঙ্গে যুক্ত থাকার দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। ইডির হাতে আসা বেশ কিছু তথ্যের ভিত্তিতেই এই অতর্কিত হানা বলে মনে করা হচ্ছে। কয়েক ঘণ্টা ধরে বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে এবং বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন আধিকারিকরা।
সাধারণত শান্ত এই এলাকায় কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপিতে রীতিমতো হতভম্ব স্থানীয় মানুষজন। প্রতিবেশীদের দাবি, কৈলাশ বাবু দীর্ঘকাল ধরেই সপরিবারে এই এলাকায় বসবাস করছেন। তবে তিনি খুব একটা মেলামেশা করতেন না। স্থানীয় এক বাসিন্দা জানান, “পাড়ায় চায়ের দোকানে মাঝে মধ্যে ওনাকে দেখা যেত, তবে বিশেষ কারোর সঙ্গেই কথা বলতেন না। ওনার হুন্ডির কারবার আছে বলে আমরা শুনেছিলাম, কিন্তু ইডি আসবে তা ভাবিনি।”






