রাজ্যের খবর
প্রবল বৃষ্টিতে জল বাড়ল তিস্তার, বন্ধ দার্জিলিং- কালিম্পংয়ের রাস্তা
Due to heavy rains, water rose in Teestar, closed Darjeeling- Kalimpong road

The Truth Of Bengal : গত বছরের স্মৃতি এখনও ফিকে হয়নি। সিকিমে মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসেছিল সিকিম ও বাংলার পার্বত্য জেলাগুলি। কালিম্পংয়ের তিস্তাবাজার ভেসে গিয়েছিল জলের তোড়ে। একের পর এক বাড়ি ভেঙেছিল তাসের ঘরের মতো। সেই ভয়াবহ স্মৃতি কি আবার ফিরতে চলেছে ?
এবার ফের প্রবল বৃষ্টিতে ফের একবার জল বাড়ল তিস্তার। যার কারণে বন্ধ হয়ে গেল দার্জিলিং কালিম্পংয়ের রাস্তা। জানা গিয়েছে একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে যার কারণে জলস্তর বেড়ে যায় তিস্তার। এবং এদিন সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয় দার্জিলিংকালিম্পংয়ের রাস্তা। সতর্ক করা হয়েছে তিস্তাবাজার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের। পরিস্থিতির দিকে নজর রাখছে কালিম্পং জেলা প্রশাসন। অপরদিকে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ না করা হলেও কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।