রাজ্যের খবর

বঙ্গ-বিহার দুই রাজ্যের ভোটার তালিকায় নাম! প্রাশান্ত কিশোরকে নিয়ে রাজনৈতিক বিতর্ক

২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করেছিলেন কিশোর।

Truth Of Bengal: ভোট কৌশলবিদ থেকে রাজনীতিক হওয়া প্রাশান্ত কিশোর ফের বিতর্কের কেন্দ্রে। জানা গিয়েছে, তাঁর নাম নথিভুক্ত রয়েছে দুই রাজ্যের ভোটার তালিকায় , পশ্চিমবঙ্গ ও বিহার। নির্বাচন কমিশনের রেকর্ড অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রাশান্ত কিশোরের ঠিকানা ১২১, কালীঘাট রোড, ভবানীপুর। ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূলের রাজনৈতিক পরামর্শক হিসেবে কাজ করেছিলেন কিশোর।

তাঁর ভোটকেন্দ্র হিসেবে তালিকাভুক্ত হয়েছে বি. রানীশঙ্করী লেনের সেন্ট হেলেন স্কুল। অন্যদিকে বিহারে তিনি ভোটার হিসেবে নাম তুলেছেন রোহতাস জেলার কারগাহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনার গ্রামের মধ্য বিদ্যালয় ভোটকেন্দ্রে। এই কোনার গ্রামই তাঁর পৈতৃক বাসস্থান। প্রাশান্ত কিশোরের তরফে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ বা মেসেজের কোন উত্তর প্রশান্ত কিশোর দেননি।

১৯৫০ সালের ‘প্রতিনিধিত্ব আইন’র ১৭ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে ,“এক ব্যক্তি একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটার হিসেবে নাম তুলতে পারবেন না।”একই সঙ্গে ১৮ নম্বর ধারায় উল্লেখ, এক বিধানসভা কেন্দ্রেও দু’বার নাম তোলা নিষিদ্ধ।পশ্চিমবঙ্গে এসআইআর জারি হয়েছে। সোমবার বিজ্ঞান ভবন থেকে নির্বাচন কমিশন যখন পশ্চিমবঙ্গ সহ ১২ টি রাজ্যের ঘোষণা করছিলেন তখন তিনি বিহারে উদাহরণ দিয়েছেন। একটিও ‘কমপ্লেন’ জমা পরেনি। ‌ কিন্তু প্রশান্ত কিশোরের দুটি জায়গায় নাম থাকার বিষয়টিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Articles