রাজ্যের খবর

চিকিৎসক মানেই ভগবানের আরেক রূপ, মানবিকতার অনন্য নজির নদীয়ায়

Doctors are another form of God, a unique example of humanity in Nadia

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া,: যখন রাজ্যে সরকারি হাসপাতালের চিকিৎসা ও চিকিৎসককে নিয়ে নানান ধরণের অভিযোগ সামনে আসছে, তখন এ এক ভিন্ন ছবি নদীয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। যেখানে চিকিৎসক রোগীকে শুধু রোগী হিসেবে না দেখে নিজের পরিবারের সদস্য ভেবেই চিকিৎসা করেন ও চিকিৎসা বিষয়ে রোগীর পরিবার কে সাহায্য করেন।

আর এমন মানবিক চিকিৎসক কেও রোগীর পরিবার নিজেদের পরিবারের সদস্য হিসেবে সম্মান করেন। জানা যায়, রানাঘাট হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মইদুল শুধু শিশুদের চিকিৎসাই করেন না চিকিৎসা বিষয়ে শিশুর পরিবারের প্রয়োজনে তাদের সাহায্যও করেন। আর এই রোগীর সাথে সুমধুর সামাজিক সম্পর্ক তৈরি হওয়ায় রোগীর পরিবারও উপকৃত হন।

আর তারই অঙ্গ হিসেবে এদিন রানাঘাট হাসপাতালে এসে চিকিৎসক মইদুলকে সংবর্ধনা দিলেন রোগীর আত্মীয় পরিজনরা। আর রোগীর পরিবারের কাছ থেকে সন্মান পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ওই চিকিৎসক। শুধু রোগীর পরিবারই নয়, নিজের হাসপাতালের এই চিকিৎসকের এহেন কর্মকান্ডে খুশি হাসপাতালের সুপার প্রলহাদ অধিকারী। তবে চিকিৎসক ও রোগী পরিবারদের এই মেলবন্ধন যেন আরো একবার প্রমাণ করিয়ে দিল জীবন্ত ভগবান ও ভক্তদের অটুট সম্পর্কের।

Related Articles