রাজ্যের খবর

পূর্ব বর্ধমানে পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হওয়ার পর কি হয়েছিল জানেন কি ?

Do you know what happened after Shivalinga was rescued from the pond in East Burdwan?

The Truth Of Bengal: পূর্ব বর্ধমান : এ এক অন্য ঘন্টার সাক্ষী রইল কাটোয়ার করুই এলাকাবাসি।হিন্দুদের শিব ঠাকুর পুকুর থেকে উদ্ধার হওয়ার পর রাখা ছিল মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়িতে। সেই শিবলিঙ্গ দিয়ে দিলো হিন্দু ধর্মের মানুষদেরকে।

পুকুর থেকে মাটি কাটার সময়ে পাথরের শিবলিঙ্গ উদ্ধার হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ ব্লকের করুই অঞ্চলের করুই গ্ৰামে। সেটি নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। উদ্ধার হওয়া শিবলিঙ্গটি গ্ৰামের এক মুসলমান সম্প্রদায়ের মানুষের বাড়ির গাছতলায় রাখা ছিল। মুসলমান সম্প্রদায়ের মানুষেরা করুই গ্ৰামের হিন্দু এক যুবক রাজা মাঝির হাতে তুলে দেয় শিবলিঙ্গটি। রাজা মাঝি তার বাড়িতে পাথরের শিবলিঙ্গটি এনে পুজো শুরু করে দেয়।

শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমাচ্ছে রাজা মাঝির বাড়িতে। আজ এলাকার মানুষেরা জানান,পাথরের শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়িতে রয়েছে। হাইস্কুল পাড়ার সকল মানুষদের সহযোগিতায় একটি মন্দির তৈরি করা হচ্ছে,উদ্ধার হওয়া শিবলিঙ্গটি রাজা মাঝির বাড়ি থেকে এনে পুজোর ব্যবস্থা করবেন তারা। *নতুন মন্দির তৈরি করার তোজ্জর শুরু করে দিলো এলাকার মানুষেরা।

Related Articles