মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য, প্রার্থী হতেই ‘ফর্মে’ দিলীপ, পাল্টা দিল তৃণমূল
Dilip Ghosh's very ugly comments on Trinamool leader and Chief Minister Mamata Banerjee's injury

The Truth Of Bengal : প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই ‘ফর্মে’ দিলীপ ঘোষ। কুকথার দুনিয়ায় আবার চেনা মেজাজে দেখা গেল এই বিজেপি নেতাকে। লাগামহীন কুরুচিকর কথা আর দিলীপ ঘোষ নামটি প্রায় সমার্থক। এবার তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বতে শোনা গেল দিলীপ ঘোষকে। দিলীপের এই বক্তব্য সামনে আসতেই স্বভাবতই ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। দিলীপের এই কুকথার কড়া জবাব দিয়েছে তৃণমূল। দিলীপকে নিশানা করে এটাই বিজেপির সংস্কৃতি বলে তোপ দেগেছে রাজ্যের শাসক দল।
এবার নিজের পুরনো মেদিনীপুর কেন্দ্রে তাঁকে প্রার্থী করেনি বিজেপি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সরানো হয়েছে তাঁকে। এখনও তেমন ভাবে প্রচারে নামতে দেখা যায়নি তাঁকে। মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতভ্রমণে যান। সেখান থেকে ফের চতুরঙ্গ মাঠে এসে প্রাতভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কীর্তি আজাদ ও তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কুরুচিকর কথা বতে শোনা যায় তাঁকে।
এর আগেও বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করতে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের হয়েছে। কয়েক মাস আগে কুড়মিদের সম্পর্কে আপত্তিকর কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে। যা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল মেদিনীপুর সহ জঙ্গলমহল এলাকা। দলের শীর্ষস্তর থেকে বারবার তাঁকে মুখে লাগাম টানতে বলা হয়েছে। কিন্তু দিলীপ আছেন দিলীপে। কুকথার স্রোত কিছুদিন বন্ধ রাখলেও কখন তিনি কুকথার ফোয়ারা ছোটাবেন তা তিনিই জানেন। এবার প্রচারে তাঁকে বারবার এমন কুরুচিকর কথা বলতে শোনা গেলে অবাক হওয়ার কিছু থাকবেন না। কারণ দিলীপকে এই ভাবেই দেখতে অভ্যস্ত রাজ্যবাসী।
FREE ACCESS