শুরুতেই বাউন্সার দিলীপের, স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন কীর্তি
Dilip Ghosh and Kirti Azad started the campaign

The Truth Of Bengal : জোরকদমে প্রচার শুর করে দিয়েছেন সব দলের প্রার্থী। শুরুতেই নজর কাড়ছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রচার। নিজের জেতা মেদিনীপুর আসনে টিকিট না পাওয়া দিলীপ ঘোষকে এখানে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে, এই আসনটি জেতার জন্য তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে। দুই প্রার্থীর কথার লড়াইয়ে জমে উঠেছে প্রচারের ময়দান।
মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাতভ্রমণের পর দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে বেশ কিছু কথা বলেন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ সম্পর্কে দিলীপ বলেন, ‘কীর্তি আজাদ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁকে আমি দাদার মতো সম্মান করি। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কতটুকু চেনেন তিনি? ভাতার-মন্তেশ্বর এই জায়গাগুলি কি উনি চেনেন? সরাসরি না বললেও কীর্তিকে তিনি বহিরাগত বলে আক্রমণ শানান।
দিলীপের এই আক্রমণের জবাবে কোনও কড়া কথা বলেননি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সম্পর্কে সৌজন্য দেখিয়ে কীর্তি আজাদ বলেন, ‘আমি দেশের হয়ে বিশ্বকাপ জিতেছিলাম। পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? বিশ্বকাপ জেতার ভাগিদার হয়নি বাংলা?’ এরপর তিনি দেশের প্রধানমন্ত্রীর অন্য জায়গায় প্রার্থী হওয়া প্রসঙ্গে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের মানুষ। তিনি লড়ছেন বারাণসী থেকে। তিনি কি বহিরাগত নন?’
প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই ‘ফর্মে’ ফিরেছেন দিলীপ ঘোষ। কুকথার দুনিয়ায় আবার চেনা মেজাজে দেখা গেল এই বিজেপি নেতাকে। এদিন প্রচারে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ কথা বতে শোনা যায় দিলীপ ঘোষকে। দিলীপের এই বক্তব্য সামনে আসতেই স্বভাবতই ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। দিলীপের এই কুকথার কড়া জবাব দিয়েছে তৃণমূল। দিলীপকে নিশানা করে এটাই বিজেপির সংস্কৃতি বলে তোপ দেগেছে রাজ্যের শাসক দল।
FREE ACCESS