রাজ্যের খবর
Trending

তৃণমূলকে বেনজির আক্রমণ দিলীপের, সবাই সন্ত্রাসবাদী, প্রত্যেকের বাড়িতে ঢুকতে সেনা নামানোর নিদান

Dilip attacks Trinamool Congress again

The Truth Of Bengal : আবারও বেলাগাম আক্রমণ বিজেপির বিদায়ী সাংসদ তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের। তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিস্ফোরক মন্তব্য এই বিজেপি নেতার। সবাই সন্ত্রাসবাদী, এই ভাষাতেই আক্রমণ করলেন তিনি। দিলীপ ঘোষ বলেন ওদের লোকেদের ঘরে ঢুকতে হলে সেনা নামাতে হবে। নিজের নির্বাচনী কেন্দ্রের একটি বেসরকারী কারখানা এবিএল মাঠ সংলগ্ন চায়ের দোকানে বসে তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, রাজ্যের শাসকদলের সবাই সন্ত্রাসবাদী।

দিলীপ ঘোষ বলেন, শেখ শাহজাহান সিপিএমে থাকাকালীন পিস্তল নিয়ে ঘুরতো, এখন তৃণমূলের আমলে একে ৪৭ নিয়ে ঘুরছে। দিলীপ ঘোষ বলেন পশ্চিমবঙ্গ কে সন্ত্রাসবাদীর গড় তৈরি করা হয়েছে। এখানে অস্ত্র উদ্ধার করতে কমান্ডো নামাতে হচ্ছে। এদের লোকেদের বাড়িতে ঢুকতে এখন আর্মি নামাতে হবে। সন্দেশখালিতে শুক্রবার বোমা উদ্ধার করতে এনএসজি কমান্ডো নামানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যেভাবে বোমা উদ্ধারের নামে সন্ত্রাসবাদি মোকাবিলায় ব্যবহৃত কমান্ডো নামানো হয় তার পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করেছে তৃণমূল। অন্যদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি তৃণমূল নেতাদের দিকে আঙুল তুলেছেন। আর তৃণমূলকে নিশানা করতে গিয়ে সরাসরি সন্ত্রাসবাদি বলে আক্রমণ করা হয়েছে। দিলীপের নিশানা থেকে বাদ পড়েননি তৃণমূলের কোনো নেতাই। এমনকি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় যারা জড়িত প্রত্যেককেই সন্ত্রাসবাদী ছিল বলে আক্রমণ করেছেন বিজেপির এই প্রার্থী।

দিলীপ ঘোষের এই বেনজির আক্রমণের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন, বাংলায় নোংরা রাজনীতি করছে বিজেপি। বাংলাকে দেশের বুকে হেয় করার চেষ্টা চলছে। আর দিলীপ ঘোষ নিজে প্রচার পাওয়ার জন্য যা খুশি তাই বলে বেড়াচ্ছেন। ওনাকে ওর দলই গলা ধাক্কা দিয়ে মেদিনীপুর থেকে পাঠিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুরে। আর তাই আবোল তাবোল বকছেন।

Related Articles