দিঘায় জগন্নাথ মন্দিরের কাজের গতি কম কেন? দ্রুত কাজ শেষের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Digha Jagannath temple speed is slow why? The chief minister ordered to complete the work quickly

The Truth Of Bengal: পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দিঘায় গড়ে উঠছে জগন্নাথ মন্দির। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দিরের শিলান্যাস করেছিলেন। তবে নির্দিষ্ট যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে মন্দিরের কাজ শেষ হয়নি বলে নবান্ন সূত্রে খবর।
কেন মন্দিরের কাজ সম্পন্ন করতে এত দেরি হচ্ছে? নবান্ন সূত্রে খবর, দিঘায় জগন্নাথ মন্দিরের কাজের গতি কম কেন? বিস্তারিত তথ্য জানতে চাইলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, খুব দ্রুত জগন্নাথ মন্দিরের কাজ শেষ করতে হবে, কাজ শেষ করতে হবে দিঘার জগন্নাথ মন্দিরের কাজ। নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মন্দিরের কাজের গতি কম কেন? উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন হিডকোর কর্তারা। প্রয়োজনে পরিকাঠামো বাড়িয়ে কাজ শেষ করতে হবে, বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে জানা গিয়েছে। নবান্ন সূত্রে খবর। আরও জানা গিয়েছে, এবারের রথযাত্রার আগে এই মন্দির উদ্বোধনের তৎপরতা শুরু হয়েছে। সেই সময়ের মধ্যে মন্দিরের কাজ দ্রুত শেষ হয় কিনা এখন সেটাই দেখার।