রাজ্যের খবর

দেনার দায়ে মানসিক অবসাদ, আত্ম*ঘাতী যুবক

Depression due to debt, suicidal youth

The Truth Of Bengal : নদিয়া,মাধব দেবনাথ : নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া দুর্লভপাড়া এলাকার বাসিন্দা ২৮ বছর বয়সী সুরেশ দুর্লভ নামের এক যুবক, গলায় দড়ি দিয়ে নিজের বাড়িতেই আত্মঘাতী হন।

পরিবার সূত্রে খবর, এলাকায় প্রচুর পরিমাণে দেনা করেছিলেন যুবক। তার সাথে প্রণয় ঘটিত সমস্যাও ছিল। তাই মানসিক অবসাদে গতকাল রাত আনুমানিক ১২:৩০ নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় সুরেশ দুর্লভ। ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকজন খবর দেয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ দুর্লভ কে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরবর্তীতে মৃতদেহ শান্তিপুর থানায় নিয়ে আসা হয়। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। যদিও যুবকের মৃত্যুর ঘটনায় এলাকা সহ পরিবারের নেমেছে শোকের ছায়া।

Related Articles