
The Truth of Bengal: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাতে চাপে পড়েছে এপার বাংলার প্রশাসন। কারণ, বহু বাংলাদেশী কাজের সূত্রে ও চিকিৎসার জন্য বাংলায় আসেন। আশঙ্কা রয়েছে বহু ডেঙ্গি আক্রান্ত রোগী এদেশে এসেছে, এবং আসছেনও, তাদের থেকে ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গি। সীমান্ত বন্দগুলিতে যাতে ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করা হয়, তার দাবি উঠেছে।
ভারত বাংলাদেশ সীমান্তে বেশ কয়েকটি স্থলবন্দর রয়েছে। যেখানে দিয়ে দুই দেশের দৈনিক বহু মানুষ যাতায়াত করেন। এ ছাড়াও পণ্য পরিবহণ হয়ে দুদেশের মধ্যে। কিন্তু অতি সম্প্রতি বাংলাদেশে যে হারে ডেঙ্গি ছড়িয়েছে, তাতে চাপ বেড়েছে এপার বাংলার প্রশাসনের কপালে। পরিসংখ্যান বলছে, জুলাইয়ের শেষ সপ্তাহেই আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে জেলার হাসপাতালগুলির পাশাপাশি ল্যাবগুলিকেও ডেঙ্গি পরীক্ষার বাড়তি কিট মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তের ল্যান্ড পোর্টগুলির অভিবাসন অফিসগুলিতে রক্তপরীক্ষা সংক্রান্ত পদক্ষেপ করার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্যস্বাস্থ্য দফতর। এ প্রসঙ্গে প্রেসক্লাবে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মামুদ বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, রাজ্য ও কেন্দ্র মিলে পদক্ষেপ করতেই পারেন। তবে কেন্দ্রের তরফে এখনও যে আন্তর্জাতিক সীমান্তে কোনও পদক্ষেপ করা হয়নি, তারই ছবি ধরা পড়ল। রাজ্যে স্বাস্থ্য দফতর সূত্রের খবর, কলকাতা পুরসভার তরফে ইতিমধ্যে এমন একটি পরামর্শ মিলেছে, পুরো বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ করা হচ্ছে।