মদেই মরণ, মদ্যপানের পর ফাঁস লাগিয়ে আত্মঘাতী ১
Death by alcohol, suicide by hanging 1 after drinking

The Truth Of Bengal, নদীয়া, মাধব দেবনাথঃ শেষবারের মতো মায়ের কাছ থেকে মদ খাওয়ার টাকা নিয়ে মদ খেয়ে বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী নদিয়ার এক যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ গোটা এলাকায়।
মদেই মরণ,, নেশা করার মাত্রা দিন দিন এতই বেড়ে গিয়েছিল যে মদ খাওয়ার জন্য প্রতিনিয়ত টাকা চাইতে হতো জন্ম যাত্রী মায়ের কাছে। শেষবারের মতো মায়ের কাছ থেকে টাকা নিয়ে মদ্যপান করে বাড়িতে ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সুরেশ হরিজন নামে এক যুবক। নদীয়ার শান্তিপুর শহরের নতুনহাট সংলগ্ন হরিজন সেট পল্লী এলাকার ঘটনা। মৃত যুবকের বয়স ৩৮ বছর। নিজে উপার্জন না করলেও মায়ের উপার্জনের টাকাই সংসার চলত তাদের। মা লক্ষ্মী হরিজনের দাবি গতকাল রাতে সুরেশ তার কাছ থেকে মদ খাওয়ার জন্য টাকা নিয়ে বেরিয়ে পড়ে, এরপর রাতে বাড়িতে ফিরে নিজের ঘরে চলে যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন ছেলে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে, ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে, যদিও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
অন্যদিকে যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় মর্মাহত হয়ে পড়ে মা লক্ষ্মী হরিজন, এলাকায় নেমে আসে শোকের ছায়া। বৃহস্পতিবার মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশমার্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। তবে নেশা যে কাল হয়ে দাঁড়াবে এটা আন্দাজ করতে পারিনি পরিবার।
FREE ACCESS