
The Truth of Bengal: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবারি ফার্ম বাজার এলাকায়। মৃত যুবকের নাম ওম মর্ধা, বয়স ১৮। তিনি বানারহাট এলাকার নিউ ডুয়ার্স চা বাগানের ফ্যাক্টরি লাইনের বাসিন্দা ছিলেন। জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাতাবারি ফার্ম বাজারের একটি দোকান ঘরের দোতলার একটি ঘরে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। জানা যায়,ওই যুবকের কাকা বাতাবাড়ি ফার্ম বাজারের একটি ফাস্টফুডের দোকানে কাজ করে। কয়েকদিন আগেই ওই যুবক বাতাবারিতে আসে। বাজারের ওই ঘরে কাকা ও ভাস্তা দুজনেই ভাড়া থাকতো। এদিন বাতাবাড়ি ফার্ম বাজারে সাপ্তাহিক বাজার ছিল।
সন্ধ্যায় ওই যুবককে স্থানীয় বাসিন্দারা ভাড়া ঘরে গলায় গামছা লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় বাতাবাড়ি ফার্ম বাজার এলাকায়। খবর পেয়ে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। কি কারণে ওই যুবক এইরকম করলো তা খতিয়ে দেখছে পুলিশ।
Free Access