চা বাগান থেকে পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Dead body of adult elephant recovered from tea garden

Truth Of Bengal : প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার:- এক পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, শুক্রবার আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে বাগানের শ্রমিকরা এক হাতির মৃতদেহ দেখতে পায়। এরপর শ্রমিকরা বনদফতরে খবর দেয়। খবর দেওয়া মাত্রই কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মী ও আধিকারিকরা। তাঁরা পৌঁছেই ঘটনার তদন্ত শুরু করেন। ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফও নবীকান্ত ঝা বলেন, ‘‘ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে। এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে এক থেকে দু’দিন আগে এর মৃত্যু হয়েছে। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে আমাদের প্রাথমিক অনুমান, নিজেদের মধ্যে লড়াইয়ের ফলেই এই ঘটনা।’’