নদীয়ায় রেললাইনে ধার থেকে মৃতদেহ উদ্ধার, শোকের ছায়া এলাকায়
Dead bodies were recovered from the railway line in Nadia, mourning in the area

The Truth Of Bengal, Nadia: নদীয়ায় রেললাইনে ধার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারে ঘটনায় বাড়ছে রহস্যের দানা। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের কাছে তদন্তের আর্জি জানিয়েছে পরিবার।
সূত্রের খবর, বন্ধুর স্কুটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিল, কিন্তু আর বাড়িতে ফেরা হলো না। জানা যায়, বিপ্রজিত সরকার নামে এক যুবক, বয়স ১৯, বাড়ি শান্তিপুর ব্লকের লক্ষ্মীনাথপুরে। ছোট থেকেই নদীয়ার ফুলিয়ার দিব্য ডাঙ্গাতে মামার বাড়িতে মানুষ বিপ্রজিত। পরিবারের দাবি, মঙ্গলবার রাত আটটা নাগাদ বিজয় ঘোষ নামে ওই যুবকের এক বন্ধুর স্কুটি গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সে, এরপর আর বাড়িতে ফেরেনি। পরিবার খবর পাই ফুলিয়ার চটকা তলার রেল লাইনের ধারে ওই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে শনাক্তকরণ করতেই কান্নায় ভেঙে পড়ে আত্মীয়-স্বজনরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় শান্তিপুর থানার পুলিশ। এরপর যুবকের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। বুধবার মৃতদেহটির ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়। যদিও মামার বাড়ির পরিবারের দাবি, ওই যুবকের কাছে স্কুটি গাড়ির চাবি ছিল, কিন্তু যেই বন্ধুর গাড়ি নিয়ে সে বেরিয়েছিল সেই বন্ধুর কোন হদিস পাওয়া যাচ্ছে না, আর সেখানেই বাড়ছে রহস্যের দানা। পরিবারের প্রাথমিক অনুমান, হয় ওই যুবককে খুন করা হয়েছে না হলে হয়তো ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। যদিও পুলিশ প্রশাসনকে তদন্ত করার আর্জি জানিয়েছেন বিপ্রজিত সরকারের মামার বাড়ির পরিবার।