রাজ্যের খবর

সেজে উঠছে দামোদরের রণডিহা ড্যাম, নিরাপদ নৌকোবিহারের উদ্যোগ

Damodar's Randiha Dam is getting ready

The Truth Of Bengal : শীতের মরসুমে মন হয় উরু উরু । শীতের আমেজ গায়ে মাখিয়ে ভ্রমণ পিপাসু বাঙালির মন উড়তে ইচ্ছে করে। জেলা থেকে শহর সর্বত্রই পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় জমান ইচ্ছে ডানায় ভর করে। এই যেমন বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের দামোদর নদীর রণডিহা ড্যাম। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের টানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।ড্যামে বেড়াতে আসা পর্যটকদের কাছে উপরিপাওনা নৌকা বিহার।‌ দামোদরের জলে ভেসে বেড়ানোর এক অনন্য অনুভূতি।

এই ড্যামের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা এবং অপর প্রান্তে রয়েছে পশ্চিম বর্ধমান জেলা । দুই জেলার পর্যটকের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও পর্যটকরা এই ড্যামে ভিড় জমান। বহু পর্যটক নৌকো বিহারে অংশ নিয়ে আনন্দ খুঁজে ফেরেন। তবে অভিযোগ উঠছে জীবন ঝুঁকি নিয়ে এই নৌকা বিহার চলছে। এই মরসুমে বহু মাঝির রুটি রুজি নির্ভর করে পর্যটকদের নৌকো বিহার করিয়ে। দুর্ঘটনা এড়াতে থাকতে হয় সচেতন। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি এই পর্যটন কেন্দ্র কে আরো আকর্ষণীয় করে তোলার প্রস্তাব রেখেছেন।

রাজ্য সরকার বাংলার পর্যটন-বিকাশে‌ একাধিক উদ্যোগ নিয়েছে। সেজে উঠেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। তার ছোয়া এখানেও। দাবি করেছেন সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়। দামোদর ড্যামকে সাজাতে নতুন নতুন ভাবনা রয়েছে প্রশাসনের। সেই সঙ্গে নিরাপদে নৌকা বিহারের ব্যবস্থাপনার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনের আশা আগামী দিনে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে উঠে আসবে দামোদরের রণডিহা ড্যাম।

 

FREE ACCESS

Related Articles