রাজ্যের খবর

বছরের শেষে হাজারদুয়ারি প্রাসাদে মানুষের ঢল

Crowds throng Hazarduari Palace at the end of the year

Truth Of Bengal: হাজারদুয়ারি প্রাসাদ এক হাজার প্রবেশ পথের জন্য বিখ্যাত। তবে প্রাসাদের মাত্র ১০০টি প্রকৃত দরজা রয়েছে, বাকি ৯০০ টি নকল। জনশ্রুতি রয়েছে, শত্রুদের আক্রমণ থেকে প্রাসাদকে রক্ষা করার উদ্দেশ্যে এটি করা হয়েছিল। ধারণাটি ছিল অনুপ্রবেশকারীদের বিভ্রান্ত করার জন্য, নবাবের সৈন্যদের তাদের ধরার জন্য প্রচুর সময় দেওয়া হত।

হাজারদুয়ারি প্রাসাদ, আগে বড় কোঠি নামে পরিচিত ছিল। এটি মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এটি ঊনবিংশ শতাব্দীতে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব নাজিম হুমায়ুন জাহের শাসন আমলে স্থাপিত হয়।

এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি রয়েছে এই প্রাসাদের তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর ছিল, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং একতলায় নানা অফিসঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছেন৷

এই প্রাসাদটিতে ১১৪ টি কক্ষ এবং ৮ টি গ্যালারি রয়েছে। এটি এখন একটি যাদুঘর এবং বাংলার নবাব, অভিজাত ব্যক্তি, আর ব্রিটিশদের ব্যবহার করা নানা সৌখিন জিনিস সংগ্রহ করে এখানে রাখা হয়েছিল। নবাব আলিবর্দি খাঁ ও নবাব সিরাজ-উদ-দৌলার তলোয়ার, পলাশীর যুদ্ধে ব্যবহৃত ঢাল, বল্লম-সহ নানা অস্ত্রসস্ত্র যার সংখ্যা ২৭০০ এরও বেশি। এমন কি  সিরাজকে হত্যা করা হয় যে ছুরি দিয়ে সেটাও রয়েছে এখানে।

তাই সারা বছরই এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু বছরের শেষে এবং নতুন বছরের শুরুতে দেশ বিদেশের পর্যটকরা উপস্থিত হয় মুর্শিদাবাদে। তাই ইতিহাসের রসদকে উপভোগ করতে আপনিও আসতে পারেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্রাসাদে।

Related Articles