রাজ্যের খবর

লছিপুরে জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়ার অনুমতি কোর্টের, মোতায়েন পুলিশ

Court allows boundary wall to be built on land belonging to Roy family in Lachipur, police deployed

Truth Of Bengal: পশ্চিম বর্ধমানের আসানসোলের নেমতপুরের অন্তর্গত লছিপুরে একটি জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়া নিয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাই, এবার যাতে আর সেই পরিস্থিতির মধ্যে পড়তে না হয় তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করা হল। মোতায়েন করা হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ।

ওই জমিটি লছিপুরের বাসিন্দা রায় পরিবারের। তারা বাউন্ডারি ওয়াল দিতে চেয়েছিলেন। কিন্তু তাদেরকে বাধা দিয়েছিল ওই এলাকার বাসিন্দারা। বলা বাহুল্য, ওই এলাকায় রায় পরিবারের দাপট রয়েছে। স্থানীয় বাসিন্দারা বাধা সৃষ্টি করলে তারা এই নিয়ে কোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের করেন। তাতেই কোর্টের তরফে তাদের ওই জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়ার অনুমতি দেওয়া হয়।

এর ফলেই তারা ওই জমিতে কাজ শুরু করতে পারেন। বর্তমানে ওই জমিতে বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ চলছে। তাই আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তারা পুলিশ বাহিনী মোতায়েনের জন্য আবেদন করেন। যাতে কাজের সময় কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

রায় পরিবারের এক সদস্য জানিয়েছেন, তারা ওই জমিতে বাউন্ডারি ওয়াল দিতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। কিন্তু কোর্ট থেকে তাদের অনুমতি দেওয়া হয়েছে। এলাকার কিছু মানুষজনের সাথে তাদের মনোমালিন্য হয়। তারা দাবি করেছিলেন, তারা সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন তাই জমিটা ফাঁকা রাখাই ভালো হবে।

কিন্তু তারা সাফ জানিয়ে দেন, তাদের এই জমি তাদের পূর্বপুরুষদের জমি। সে সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। ওই সদস্যের আরো দাবি, তারা কিছু বছর ওই জমিতে বিভিন্ন অনুষ্ঠান করতে অনুমতি দিয়েছিল কিন্তু তারা এখন নিজেদের জমি অন্য কাউকে ব্যবহার করতে দিতে চান না। তাই এই সিদ্ধান্ত অবশেষে ২ বছর পর সমস্যার সমাধান হয়।

Related Articles