রাজ্যের খবর

নাবালিকাকে শ্লীলতাহানি! গ্রেফতার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাই কর্মী

Cleaning worker arrested at Diamond Harbour Hospital for molesting minor

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: হাসপাতালে ভর্তী নাবালিকার শ্লীলতাহানি! এমনই নিন্দনীয় অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবার হাসপাতালের অস্থায়ী এক সাফাই কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, হাসপাতালের সি সি ইউ (ক্রিটিকাল কেয়ার ইউনিট)-এ ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাফাই কর্মীর নাম বিনোদ পন্ডিত, তিনি ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসীন্দা।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় নেতড়ার এক বাসীন্দা তার অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে সিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। রাতে হাসপাতালের মধ্যেই ওই নাবালীকাকে শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। এই নিন্দনীয় ঘটনার পরের দিন অর্থাৎ সোমবার পরিবারের লোকজন মেয়েকে দেখতে এলে নির্যাতিতা সবটা তার মাকে জানায়।

এরপরে নির্যাতিত নাবালিকার পরিবার হাসপাতাল ও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে মঙ্গলবার রাতে চুক্তিভিত্তিক সাফাইকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুরো ঘটনা দেখছে পুলিশ।