আবারও সিভিক ভলেন্টিয়ার! শীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ধৃত
Civic Volunteer again! Arrested on charges of molestation

Truth Of Bengal: দক্ষিণ চব্বিশ পরগনা, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জি: গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার! দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার এক সিভিক ভলেন্টিয়ার কে কলেজ ছাত্রীর শীলতা হানির অভিযোগে গ্রেপ্তার করা হল। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা রামগঙ্গা রাজরাজেশ্বরপুর এলাকায় ওই ধৃত ব্যক্তির বাড়ি। ওই সিভিক ভলেন্টিয়ার পাথরপ্রতিমা মহাবিদ্যালয় নবীন বরণ উৎসব থেকে ওই ছাত্রী যখন বাড়ি ফিরছিল তখন তাকে শীলতাহানি করা হয়েছে বলে বাবা মাকে জানালে পাথর প্রতিমা থানায় অভিযোগ দায়ের করা হয় সিভিক ভলান্টিয়ারের নামে। সিভিক ভলেন্টিয়ার এর নাম অমিতাভ বারুই।
পাথরপ্রতিমা থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সোমবার সকালে কাকদ্বীপে মেডিকেল পরীক্ষা এবং গোপন জবান বন্দির জন্য ওই ছাত্রীকে পাথর প্রতিমা থানা থেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার এর দাবি তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে।