রাজ্যের খবর

গভীর রাতে নাকমুখ র*ক্ত বেরিয়ে মৃত্যু শিশুর! তদন্তে পুলিশ

Child Death

The Truth of Bengal: শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত আসানসোলের বারাবনি। পুঁচারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেলেজোড়া হাসপাতালে গত বুধবার দু’মাসের বাচ্চাকে নিয়ে পোলিও খাওয়াতে এনেছিলেন কাটাইডাঙ্গার আদিবাসী এলাকার এক মহিলা। ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে ওই বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় বাড়ি নিয়ে চলে যান মহিলা। এরপর রাত ৩ টের সময় দুধ খাওয়ায় তাঁর মা।

তবে সমস্যা শুরু হয় ভোর ৫টা থেকে। জানা গিয়েছে, শিশুটির পরিবারের সদস্যরা, তাঁর নাক-মুখ থেকে র*ক্ত বেরোচ্ছিল। তবে তাঁদের ঘুম ওড়ে সকাল ৯টা নাগাদ। কারণ, চিকিৎসার জন‍্যে শিশুটিকে আনা হয় তখনই। হাসপাতালে বাচ্চাটিকে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মহিলা ও পুরুষেরা বিক্ষোভ দেখাতে থাকে।

ঘটনার খবর পেয়ে বারাবনি থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তাদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলার পরে মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই শিশুটিকে পালস্ পোলিওর টিকা দেওয়ার পরেও বাচ্চা স্বাভাবিক ও সুস্থ ছিল। গভীর রাতে শিশুটির মৃত্যু হয়েছে।

Free Access

Related Articles