রাজ্যের খবর

প্রয়াত রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Chief priest of late Ramlala's life establishment, Prime Minister's condolence

The Truth Of Bengal : ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। তিনি শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, “লক্ষ্মীকান্ত দীক্ষিত বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তবে আজ সকালে হঠাৎই তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তাঁর এই অসম্ভব ব্যাথা কমানোর জন্য তার পরিবার কিছু করার আগেই পরলোক গমন করেন তিনি।

পণ্ডিত লক্ষ্মীকান্ত দীক্ষিতের শেষকৃত্য সম্পন্ন হবে বারাণসীর মণিকর্ণিকা ঘাটে। একদিকে যেমন তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত ছিলেন অন্যদিকে কাশী ধামের অন্যতম প্রধান পুরোহিতও ছিলেন লক্ষ্মীকান্ত দীক্ষিত। রাম মন্দির উদ্বোধনের পরই দেশবাসীর কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন পুরোহিত। এমন গুণী পুরোহিতের মৃত্যুর খবর শোনা মাত্রই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Related Articles