পুজোয় নারী নিরাপত্তায় চন্দননগর পুলিশের পিংক মোবাইল ভ্যান সঙ্গে গ্রিন উইনার্স টিম
Chandannagar police pink mobile van with Green Winners team for women security in Puja

Truth Of Bengal: হুগলি, রাকেশ চক্রবর্তী: আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে দুর্গাপুজোর চেক বিতরন অনুষ্ঠান শেষে পিংক মোবাইল ভ্যানের উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসিত মজুমদার,তপন দাশগুপ্ত, পুরসভার চেয়ারম্যান অমিত রায়, আদিত্য নিয়োগী, সুরেশ মিশ্র, চন্দননগরের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল।
পুলিশ কমিশনার জানান, শহরের নারী নিরাপত্তায় নারী বাহিনী কাজ করবে। পিংক মোবাইল ভ্যান বিভিন্ন থানা এলাকায় টহল দেবে। বাইক নিয়ে উইনার্স টিম অলিগলিতে ঘুরবে। গ্রিন উইনার্স টিম ব্যাটারি চালিত সাইকেল নিয়ে ভিড়ে ঘুরবে যেখানে বাইক গাড়ি ঢুকবে না। পুজোর সময় ইভটিজিং ছিনতাই ধরতে কার্যকরি ভূমিকা নেবে এই প্রমিলা বাহিনী।
সিপি বলেন, হাসপাতাল গুলোতেও বাহিনী ঘুরবে। হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে নিরাপত্তা বজায় রাখতে হবে।
পুজোর সময় দুর্যোগ চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। হুগলি জেলা শাসক জানান, দুয়ারে ত্রান থেকে শুরু করে দুর্গতদের জন্য সব রকম ব্যবস্থা তৈরী থাকছে। বন্যার দাগ মুছে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে প্লাবিত এলাকার জনজীবন। খানাকুল ২ ব্লক ছাড়া বাকি এলাকায় জল নেই। কৃষিতে ক্ষতি হয়েছে তার হিসাব নিকাশ চলছে। ভাঙা বাড়ি রাস্তা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। স্কুল গুলোকে পরিষ্কার করে সেখানে পঠন পাঠন শুরু করার দিকে জোর দেওয়া হয়েছে। পুজোয় জেলা কার্নিভাল হবে।