রাজ্যের খবর
Trending

ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা

Chance of rain in next 24 hours

The Truth of Bengal : আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । সেই সঙ্গে  কমবে দিনের তাপমাত্রা। যা রাতে পরিবর্তিত হওয়ার সম্ভাবনা নেই। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রবিবার কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। এর ফলে আগামী সাতদিন উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ  সহ উত্তরবঙ্গেও একই আবহাওয়া দিনভর। আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

শনিবারের পর রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে, আবার কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।  রবিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিছু জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এর জন্য ইতিমধ্যেই এই তিন রাজ্যে আগামী ৪৮ ঘণ্টা কমলা সতর্কতা জারি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৪ তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

 

 

Related Articles