রাজ্যের দাবি দাওয়া নিয়ে মুখোমুখি কেন্দ্র-রাজ্য, ১০০ দিনের কাজের টাকা নিয়ে সরব তৃণমূল
center-state-face-to-face-over-state-demands

The Truth of Bengal : একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়ার ইস্য়ুতে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হল মঙ্গলবার। রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে এদিন বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের সচিবরাও। একশো দিনের কাজের ইস্যুতে বাংলার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছে।
প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছে, তা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট তুলে ধরা হয় রাজ্যের তরফে। একশো দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়ার কারণে, রাজ্যের সাধারণ গরিব মানুষরা সমস্যায় পড়ছেন, একথা বার বার বলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, রাজ্যের শাসক দলের প্রথম সারির বহু নেতা এই নিয়ে সরব হয়েছেন।
সূত্রের খবর, সাধারণ মানুষ কীভাবে ‘বঞ্চিত’ হচ্ছেন, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয়েছে বৈঠকে। জানা যাচ্ছে, বৈঠক শেষের আজই কলকাতায় ফিরছেন রাজ্য সরকারের সচিব স্তরের প্রতিনিধিরা। বাংলায় ফেরার পর কেন্দ্রের সঙ্গে এই বৈঠকের নির্যাস সম্পর্কে তাঁরা একটি রিপোর্ট জমা দেবেন মুখ্যমন্ত্রীর কাছে।
FREE ACCESS