মনোনয়ন জমা দিতে তৎপর প্রার্থীরা , রাজ্যে ৩ কেন্দ্রে মনোনয়ন পর্ব শুরু
Candidates ready to submit nominations, nomination phase has started in 3 centers in the state

The Truth Of Bengal : ভোটের তারিখ ঘোষণার পর থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে প্রচার। বাংলার সব দলই জনতার দরবারে যেতে ব্যস্ত। আর এরই মাঝে বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা।বিহার বাদে অন্যত্র মনোনয়ন জমা করার সুযোগ।
উল্লেখ্য, বিহারে ২৮ মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে। এদিকে এই রাজ্যে মনোনয়ন জমা করার তত্পরতা শুরু হয়ে গেছে । প্রথম দফায় ভোট হবে কোচবিহার,আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। ১৯এপ্রিল এই ৩কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ৩ কেন্দ্রের জন্য মোতায়েন ২৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
এছাড়াও , ভোটের ময়দানে কোচবিহারে রয়েছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায় এবং প্রকাশচিক বরাইক। আর এই সব মিলিয়ে প্রথম দফার প্রচারের মতেই কড়া নিরাপত্তায় নজরদারি বহাল রয়েছে ।
Free Access