রাজ্যের খবর

কালীপুজোর আগে নতুন রূপে সেজে উঠেছে বর্ধমান

Kalipujo 2023

The Truth of Bengal: কালীপুজোর আগে নতুন রূপে সেজে উঠেছে  বর্ধমানের নির্মল ঝিল শ্মশান। ধুমধাম করে এখানে পুজো করা হচ্ছে।বাম আমলের উপেক্ষিত ঐতিহ্যবাহী শ্মশানের রূপবদল থেকে সৌন্দর্যায়নের সামগ্রিক ছবি উঠে এসেছে আমাদের ক্যামেরায়। বাইরের মানুষের কাছে কিভাবে অন্যতম ডেস্টিনেশন হয়ে উঠছে এই মহাশ্মশান তা নিয়েই একটি প্রতিবেদন।১২নভেম্বর কালীপুজো।বাড়ি থেকে বারোয়ারি,সর্বত্র পুজোর তোড়জোড় চলছে।কালীপুজোর জন্য শশ্মানেও প্রস্তুতি চলছে।যেখানে মানুষের অন্তিম যাত্রা হয়,সেখানেই মায়ের পুজোর উদ্যোগ ভক্তদের মনে আলাদা আবেগ বয়ে আনে।

মাতৃবন্দনার জন্য অন্যান্য শশ্মানের মতোই সেজে উঠেছে পূর্ব বর্ধমানের নির্মল ঝিল শ্মশান।২০০বছরের পুরনো নির্মল ঝিল শশ্মানের প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহাতবের ভাগ্নে লালা নির্মল প্রকাশ নন্দ।সেই নাম অনুসারেই এই নির্মল ঝিল হয়।কথিত আছে আগে নির্জন শশ্মানে মানুষ আসতে ভয় পেতেন।এখন দিনরাত এক হয়ে গেছে।আলোকমালায় সেজে ওঠা শশ্মানভূমিতে দেবী আরোধনার আলাদা আগ্রহ বেড়েছে।বর্ধমান পৌরসভার অন্তর্গত নির্মল ঝিল শ্মশানে বর্তমানে দুটি ইলেকট্রিক চুল্লি ও একটি গ্যাস চুল্লি আছে।

গোটা শ্মশানে চারপাশ জুড়ে প্রায় অনেকগুলি গাছ লাগানো হয়েছে তার সাথে সাথে নির্মলঝিল শ্মশানে ঢোকার মুখেই একটি বড় প্রবেশদ্বার করা হচ্ছে এবং চারিদিকে অন্ধকারাচ্ছন্ন দূর করতে আলো লাগানো হবে বলে জানান বিধায়ক কালীপুজোর আগে  নির্মল ঝিল শশ্মানকে   নবরূপ দান ও সংস্কারের কর্মষজ্ঞ দূরদূরান্তের মানুষের কাছেও বাড়তি আকর্ষণ বয়ে আনছে।

Free Access

Related Articles