রাজ্যের খবর

নিউ জলপাইগুড়ি থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার এক

Brown sugar worth lakhs recovered from New Jalpaiguri, one arrested

Truth Of Bengal : ফের একবার মাদক পাচারের আগে সাফল্য পেলে পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির পাইপ লাইনে এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে এক মহিলাকে আটক করে এবং তল্লাশি চালাতে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ধৃত মহিলার নাম পিংকি রায় দাস। সে শিলিগুড়ি ভক্তিনগর এলাকার বাসিন্দা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার কাছ থেকে২০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। এবং ওই ব্রাউন সুগার হাত বদলের কথা ছিল তবে তার আগেই গ্রেপ্তার করে পুলিশ। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়ে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

Related Articles