পরীক্ষার চতুর্থ দিনে মালদায় মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে পর্ষদ সভাপতি
Board President in inspection of secondary examination

The Truth of Bengal: একের পর এক প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল রাজ্য। এবার মালদার পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শনে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সকালে পরীক্ষা শুরু হতেই ইংরেজবাজারে রায়গ্রাম হাইস্কুলে পরিদর্শনে আসেন তিনি। পাশাপাশি , পরীক্ষাকেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি।
উল্লেখ্য, মাধ্যমিক শুরুর দিনেই মালদার রায়গ্রাম হাই স্কুলের পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এবং তিন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল হয়েছিল। সোমবারও মালদা সহ ছটি জেলায় ৯ জন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এদের প্রত্যেকেরই এ বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে।
এছাড়াও , দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষাতেও একই অভিযোগ উঠেছে।পরীক্ষার তৃতীয় দিনেও মালদা থেকে ফাঁস হয়েছিল প্রশ্নপত্র। বাতিল করা হয়েছে নয় জন পরীক্ষার্থীর পরীক্ষা। এবং বাজেয়াপ্ত করা হয়েছিল তাদের মোবাইল ফোনও। মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। তাই পরীক্ষা শুরু হতেই কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি।