তীব্র গরমে রক্তের সংকট জেলায় জেলায়, এগিয়ে এল ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন
Blood shortage in the district in the intense heat, the Triveni Youth Jankalyan Organization came forward

The Truth Of Bengal : দেবব্রত বাগ -ঝাড়গ্রাম : ‘তীব্র গরমের মধ্যে রক্তের সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাংকে’ এমন খবর পাওয়া মাত্রই রক্তদান শিবিরের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠনের ‘ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন’। মঙ্গলবার সংগঠনের উদ্যোগে গোপীবল্লভপুরের আশুই হাতিবাড়ি মোড়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান করেন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা। রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক।
উল্লেখ্য, ‘ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন’ পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড ও উড়িষ্যা রাজ্যের সীমান্তবর্তী এলাকার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন সময়ে এই সংগঠন তিন রাজ্যের মানুষের সহায়তায় এগিয়ে আসে। অন্তঃরাজ্য সীমান্ত এলাকায় নাবালিকা বিবাহ রুখতে সংগঠনের উদ্যোগে প্রতি বছর গণ বিবাহের আয়োজন করা হয়।
জানা গিয়েছে,এরকমই সংগঠনের কাছে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক থেকে খবর আসে রক্তের সংকটের কথা।সেই খবর পেয়ে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করে ত্রিবেণী যুব জনকল্যান অর্গানাইজেশন’এর। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিবেনী যুব জনকল্যাণ অরগানাইজেশান সম্পাদক সনাতন দাস, বিশিষ্ট সমাজসেবী অনুপ কর,সুব্রত সিংহ, সুকুমার দাস, উজ্জ্বল দত্ত,তাপস রানা, সোমনাথ কর্মকার,সত্যকাম পট্টনায়েক, অনিমেষ সিংহ সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা।