রাজ্যের খবর

লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বোলপুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

BJP's factional conflict again, poster against BJP candidate in Bolpur

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে ফের বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে, কীর্ণাহারে এবার বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বিরুদ্ধে পোস্টার পড়লো। সামনে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন সাঁইথিয়ার প্রিয়া সাহা।

এবার তার বিরুদ্ধে পোস্টার পড়লো  কীর্ণাহারে। কীর্ণাহারের বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। সেখানে লেখা ‘প্রিয়া সাহা হটাও বিজেপি বাঁচাও’, ‘প্রিয়া সাহা বিজেপি প্রার্থী মানবো না মানছি না।’ এই সমস্ত লেখা রয়েছে পোস্টার গুলিতে। তবে কে বা কারা দিয়েছে সেটা স্পষ্ট নয়। তবে বিরোধীদের অভিযোগ বিজেপির একাংশ কর্মীরাই ক্ষুব্ধ হয়ে এই ধরনের পোস্টিং করেছে।

 

Related Articles