রাজ্যের খবর
Trending

লক্ষ লক্ষ টাকার গাছ চুরি করছে বিজেপি, অভিযোগ কোতুলপুরের উপপ্রধানের…

BJP is stealing trees worth lakhs of rupees, Kotulpur deputy chief...

The Truth Of Bengal: নিলাম না করেই প্রায় লক্ষ লক্ষ টাকার গাছ চুরি করছে বিজেপির ছেলেরা,অভিযোগ উপপ্রধানের । প্রায় লক্ষ লক্ষ টাকার শিরিষ , সোনাঝুরি ও ইউক্যালিপটাস গাছ হাবিস । কাঠগড়ায় বাঁকুড়ার কোতুলপুরের লাউগ্রাম পঞ্চায়েত ।

সরকারি নিয়ম না মেনে নিলাম না করেই কিভাবে গাছ কাটলো পঞ্চায়েত তা নিয়ে শোরগোল পড়লো বাঁকুড়ার কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েতের ছোটপাগলা ও ডিঙ্গাল সহ একাধিক এলাকায় । প্রায় ১২-১৫ বছর আগে বাম আমলে পঞ্চায়েত থেকে লাগানো হয়েছিলো কংসাবতী ক্যানেলের পার বরাবর এই গাছ গুলি । স্থানীয় ব্যক্তিদের অভিযোগ , কোন রকম পারমিশন ছাড়াই কিভাবে এত পুরনো গাছ কাটতে পারে ,তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান প্রশাসন রয়েছে, কোনো ধরনের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, যদি কিছু হয় তার ব্যবস্থা প্রশাসন করবে ।

Free Access

Related Articles