রাজ্যের খবর
নববর্ষ উপলক্ষে শালবনির কর্ণগড় মহামায়া মন্দিরে, পুজো দিলেন বিজেপি প্রার্থী
BJP candidates worship at Karnagarh Mahamaya temple in Shalbani on New Year

The Truth Of Bengal ,শান্তনু পান,পশ্চিম মেদিনীপুর : নববর্ষের সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির কর্ণগড় এর মা মহামায়া মন্দিরে বিজেপি প্রার্থী।
নতুন বছরের শালবনীরমা মহামায়া মন্দিরে প্রনাম করে পুজো দিয়ে রাজ্য বাসীর জন্য প্রার্থনা করলেন মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নীমিত্রা পল। আর তাকে দেখে এলাকার স্থানীয় বাসিন্দারা ভীর জমান । মহামায়া মন্দিরে প্রনাম করেন এবং প্রার্থনা করে আশীর্বাদ চাইলেন তিনি।
এদিন পথচলতি মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি চাইলেন আশীর্বাদ জঙ্গিমুক্ত রাজ্য চাই এই ধরনেরই প্রার্থনা জানানবলে তিনি জানিয়েছেন মা মহামায়া কে আজ রাজ্যে ইসরোর সায়েন্টিস্ট তৈরি হবে জঙ্গি নয় এই প্রার্থনাই তিনি করেছেন বলে জানিয়েছেন।