রাজ্যের খবর

৫ বছরে কি করেছে বিজেপি, রায়গঞ্জের ভোটারদের প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী

BJP candidate faces questions from Raiganj voters

The Truth of Bengal: রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে দেখা যায়নি।প্রার্থী বদল করে ভোট চাইছেন বিজেপি নেতৃবৃন্দ।অভিযোগ করছেন,  ইসলামপুরের  পন্ডিতপোতা পঞ্চায়েত এলাকার মানুষ। ৫বছর কাজ করেনি। সাধারণ মানুষের আরও অভিযোগ , ভোটের আগে  প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়ার পর আর  কাজ করে না গেরুয়া শিবির।  তাই এবার  ভোট চাইতে এসে  প্যাঁচে পড়ছেন বিজেপি প্রার্থীরা। উত্তর না দিয়ে তাঁদের পালিয়ে বেড়াতে হচ্ছে বলে কটাক্ষ করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী।

উনিশে বিজেপির আশাতীত ফল হয় বাংলায়। বালাকোটের আবেগকে সামনে রেখে গেরুয়া শিবির ভোট বৈতরণী পার করে বলে কটাক্ষ করে বিজেপি বিরোধীরা।যার ডিভিডেন্ট তাঁরা ইভিএমে তোলে উত্তরবঙ্গেও।৮টি আসনের মধ্যে ৭টি তে বিজেপি জেতে। যার মধ্যে রায়গঞ্জে ফোটে পদ্ম।অনেক আশা নিয়ে  দেবশ্রী চৌধুরীকে সাংসদ করেন জেলা শহর ও বিস্তীর্ণ এলাকার মানুষ।৫বছর কেটে গেলেও মেলেনি কোনও পরিষেবা।  এখন ভোটারদের একটাই

বিপুল ভোটে জিতে দেবশ্রী চৌধুরী করেছেন কী ?

৫বছরে কোন কাজটা করেছেন বিজেপির  সাংসদ  ?

সাংসদ কোটার টাকা কোথায় খরচ করা হয়েছে  ?

রিপোর্টকার্ড দেখান,দিন খতিয়ান ,সোচ্চার গ্রামবাসীরা

ভোট প্রচারে রীতিমতো অস্বস্তির মুখে বিজেপি নেতারা

বিগত পাঁচ বছরে এলাকায় কাজ না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ বিজেপির বিরুদ্ধে । প্রশ্ন, বিজেপির সাফাই, দেবশ্রী চৌধুরী যা কাজ করেছেন জনসমক্ষে তাঁর তথ্য আনতে তৈরি তাঁরা।খোলা মঞ্চে দাঁড়িয়ে মানুষের কাজ করার কথা মুখে বললেও মানুষের সামনে যেতে গেলেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে গেরুয়া শিবিরকে। জনতার প্রশ্ন,তাহলে কেন দেবশ্রী চৌধুরীর জায়গায় কার্তিক পালকে বেছে নিল বিজেপি ? কেন মুখ বদল করতে হল উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে ? দলমত নির্বিশেষে মানুষের কটাক্ষ, রাজনীতি হোক মানুষের জন্য।প্রতিশ্রুতির বান না ডেকে রাস্তা,পানীয় জল,বিদ্যুত বা স্কুলের মতো পরিকাঠামো নির্মাণে বিজেপি সাংসদ খরচ করলে উত্তরদিনাজপুরের এই লোকসভার ভোল বদলে যেত।তাই ভোটের আগে জনতার প্রশ্নে এখন জেরবার হতে হচ্ছে পদ্ম শিবিরকে।

Related Articles