রাজ্যের খবর

বিধাননগর থানার পুলিশের বড় সাফল্য, আটক কয়েক লক্ষের গাঁজা

Big success for Bidhannagar police, marijuana worth lakhs seized

Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার বিধাননগর এলাকায় যাত্রীবাহী বেসরকারি বাস থেকে লক্ষাধিক টাকার গাঁজাসহ একজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। ফের একবার গাঁজা পাচারের ছক বানচল করল পুলিশ। কথায় আছে পুলিশ চাইলে কি না করতে পারে ফের একবার তার সাক্ষী থাকলো সাধারণ মানুষ।

সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকায় অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি যাত্রীবাহী বেসরকারি বাস আটক করে পুলিশ। সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার হয় গাঁজা। এই ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম চিরঞ্জিত কর (৩৭)। সে কোচবিহার জেলার দিনহাটা এলাকার বাসিন্দা।

বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির ব্যাগ ও শরীর থেকে প্রায় ছয় কেজি গাজা উদ্ধার হয়েছে যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। উদ্ধার হওয়া গাজা কোচবিহার জেলার দিনহাটা থেকে কৃষ্ণনগরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে পাচারকারীরা এখন বেশিরভাগ যাত্রীবাহী বাসগুলোকে টার্গেট করছে। যদিও মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।

Related Articles