অবৈধ শিক্ষক খুঁজতে বড় সিদ্ধান্ত! রাজ্যের সমস্ত শিক্ষকদের নথি তলব
Big decision to find illegal teachers! Summons documents of all teachers in the state

The Truth Of Bengal : নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার নয়া মোড়। রাজ্যের সমস্ত শিক্ষকের কাছ থেকে তাদের নথি চাইল শিক্ষা দফতর। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নথি চেয়েছেন তারা। কলকাতা হাইকোর্ট শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় এই তথ্য চেয়ে পাঠিয়েছে। প্রাথমিক বাদে অন্যান্য শিক্ষকদের তথ্য চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। রাজ্য শিক্ষা দপ্তর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর পাঠিয়েছে। কিভাবে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে সে সংক্রান্ত বিবরণও দেওয়া হয়েছে। সেই বিবরণ পাঠানো হয়েছে এসওপি জেলাগুলিতে। ২৭ এ মে এর মধ্যে এই সমস্ত তথ্য আদালতকে জমা দিতে হবে। এমনকি দিতে হবে তথ্যের হার্ড কপিও।
এর জন্য প্রধান শিক্ষকের তরফে আইওএসএমএস পোর্টালে নিজেদের তথ্য তুলে দেওয়ার চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে ২৫ মে পর্যন্ত। জানানো হয়েছে ১০০% নির্ভুলভাবে এই কাজ সম্পন্ন করতে হবে। এছাড়াও জেলা স্কুল পরিদর্শক, সরকারি জেলা স্কুল পরিদর্শনের সেই হার্ট কপি সংগ্রহ করা নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য নিয়োগ করা হয়েছে বাড়তি কর্মীদের। তারা শুধুমাত্র এই বিশেষ উদ্যোগে নিয়োজিত থাকবেন। জানা গেছে অবৈধ শিক্ষক খুঁজতে প্রাথমিক শিক্ষকব বাদে অন্যান্য শিক্ষকদের এই নথি যাচাই করার জন্য চেয়ে পাঠানো হয়েছে। ১৯৯৯ এর আগে যারা নিয়োগপ্রাপ্ত এবং ১৯৯৯ এরপরে যারা নিয়োগপ্রাপ্ত সেই সমস্ত শিক্ষকদের এই তথ্য ভেরিফিকেশনের জন্য জমা দিতে বলা হয়েছে।
শিক্ষকদের এই তথ্য ও তুলে দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। অন্যদিকে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে এই তথ্য তুলে দিতে হবে। এসএসসি গঠিত হওয়ার আগে এমন কি স্কুল পরিচালন সমিতির মাধ্যমে যে সমস্ত শিক্ষকদের নিযুক্ত করা হয়েছিল তাদের ক্ষেত্রে বর্তমান পোস্টের এপ্রুভাল মেমো দিতে হবে। এই তথ্য আপলোড হবে অনলাইন এবং তার স্ক্রিনশট এর বিবরণও তুলে দিতে হবে।