বড় ভাঙ্গন বঙ্গ বিজেপিতে, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ ১০০ র বেশি কর্মী সমর্থকের
Big break in Bengal BJP, more than 100 workers supporters left Padma and joined Ghasphule

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা গেরুয়া শিবিরে। মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নমুলক কাজে উদ্বুদ্ধ হয়ে পথশ্রী প্রকল্পে উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় ১০০ জন বিজেপি কর্মী ও সমর্থক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের কাঁথি। আর এই কাঁথি ১ পঞ্চায়েত সমিতির ৮ নম্বর মাজিলপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপিতে ভাঙ্গন ধরাতে সক্ষম হলো রাজ্যের শাসক দলের আইএনটিটিইউসি রাজ্য সম্পাদক আমিন সোহেল। তার বিশেষ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় করের উপস্থিতিতে হয় এ দিনের এই যোগদান কর্মসূচি।
ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার একাধিক জায়গা জুড়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে, পাকা রাস্তার উদ্বোধন করছেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। এদিন এই পথশ্রী প্রকল্পে দু কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন হয়- পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট কোস্টাল থানা এলাকার মজিলাপুর গ্রাম পঞ্চায়েত এর বগুড়ান জলপাই এলাকায়। ২ কিলোমিটার ঢালাই রাস্তার উদ্বোধন এর পাশাপাশি, এদিনের এই কর্মসূচি থেকে ৬ জন বিজেপি কর্মী যোগদান করে তৃণমূল কংগ্রেসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাজ্যের প্রাপ্তন সমবায় মন্ত্রী তথা বতর্মান HDA চেয়ারম্যান জোর্তিময় কর ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। সভাধিপতি উত্তম বারিক ও প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর এদিন এই ৬ জন বিজেপি কর্মীর হাতে তুলে দেয় ঘাসফুলের পতাকা। তৃণমূলে যোগদান করে- বিজেপি থেকে আসা দলীয় কর্মীরা জানান- তাদের সাথে বিজেপি ছেড়ে প্রায় শতাধিক কর্মি সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে, ভাস্কর জানা ও রামকৃষ্ণ জানা জানান- দীর্ঘদিন ধরে কোনো বিজেপি নেত্রিত কে সেই এলাকায় দেখা যায়নি, কোনো কাজে পাওয়া যায়না বিজেপি নেতাদের। যেকোনো সমস্যায় পড়লে তাদের তৃণমূল নেতাদের কাছে ছুটে যেতে হয়, তাছাড়া মৎস্যজীবী দের জন্য মুখ্যমন্ত্রী’র একাধিক উন্নয়ন মূলক প্রকল্প ঘোষণা করায় মুখ্যমন্ত্রী কাজে খুশি হয়ে তারা বিজেপি ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করলো।
কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা আইএনটিটিইউসি রাজ্য সম্পাদক আমিন সোহেল এর বিশেষ উদ্যোগে, এদিন এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। লোকসভা নির্বাচনের আগে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে আমিন সোহেল জানান- বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতে ভোটের নিরিখে আমরা এগিয়ে আছি। আর আজকের এই যোগদানের ফলে আমরা অনেকটা এগিয়ে যাব। আগামী দিনে গোটা এলাকায় ঘাসফুল ফুটবে।
FREE ACCESS