তৃতীয় দফার নির্বাচনের আগেই কংগ্রেস শিবিরে ভাঙন! একসঙ্গে ২০০ জনের তৃণমূলে যোগদানে রদবদল রাজনীতিতে

The Truth Of Bengal, মনিরুল ইসলাম, পূর্ব বর্ধমান: নির্বাচনের ঘণ্টায় ইতিমধ্যেই শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। তৃতীয় দফার আগেই বড়সড় রদবদল হল এবার ঘুঘুডাঙার রাজনীতিতে। সূত্রের খবর শুক্রবার রাতে একসঙ্গে প্রায় ২০০ জন কংগ্রেসের কর্মী সদস্যরা একত্রিত হয়ে যোগদান করলেন ঘাসফুল শিবিরে। কালনা ১নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েত এলাকার নান্দাই বিধান বাজারের কাছেই এদিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সদ্য তৃণমূলে যোগদান করা কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী পথসভায় আয়োজন করা হয়েছিল। সঙ্গেই এদিনের পথ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।
রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি ড: রেজাউল ইসলাম মোল্লা, কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখি হালদার সহ অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরাও এদিনের এই নির্বাচনী পথসভায় অংশগ্রহন করেছিলেন। মন্ত্রী স্বপন দেবনাথ আজ তাদের অভিবাদন জানান এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। সাথে এলাকায় এসে এদিন মন্ত্রী স্বপন বাবু ধর্ম নিয়ে ভেদাভেদ না করে সকলে মিলে একসাথে কাজ করার কথা বলেন।
তিনি আরো বলেন যে, এদেশ সবার, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের থাকার অধিকার আছে। শরীরে শেষ রক্তবিন্দু থাকতে তিনি এখানে এনআরসি চালু হতে দেবেন না। তাছারাও সকল দলীয় কর্মী সমর্থকদের মানুষের পাশে থাকতে বলেন মন্ত্রী। লোকসভা নির্বাচনে যাতে দল ভালো ফল করে সেদিকে নজর দিয়ে কাজ করতে বলেন।