রাজ্যের খবর

‘ভারত অনেক সুরক্ষিত’ বলছে বাংলাদেশিরা

Bangladeshis say 'India is very safe'

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: ভারতে নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা। এখানে এসে কোন অসুবিধা হয়নি। বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে। বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষের চিকিৎসা কিংবা অন্য কারণে এসেছিলেন সীমান্তে বাংলাদেশের ফেরার সময় প্রতিক্রিয়া একাধিক বাংলাদেশীদের। বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ ওঠে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চলছে। এমন কি কোন আইনজীবী চিনময় কৃষ্ণ দাসের হয়ে কোটে লড়তে রাজি হচ্ছে না। আতঙ্কে আছেন সকলে। এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক দ্বারা ভারতের এ রাজ্যে চিকিৎসা করাতে এসেছেন কেউ আবার নিজের আত্মীয় বাড়ি এসেছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরছেন তারা জানাচ্ছেন এখানে চিকিৎসা করাতে এসে কোন অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের। কিংবা যারা আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিলেন তারা জানাচ্ছেন ভারতে নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা। তবে দেশে ফিরতে তাদের আতঙ্ক লাগছে। এদিন নদীয়ার গেদে সীমান্তবর্তী এলাকায় দেখা গেল করা নিরাপত্তার মধ্য দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের। তবে এপার বাংলা ওপার বাংলার দুই সীমান্তের বসবাসকারীদের মধ্যে এখনো যে অটুট বন্ধন রয়েছে তা অনেকটাই স্পষ্ট হয়ে যায় দুই দেশের বসবাসকারীদের আদান-প্রদানের মধ্য দিয়ে।

Related Articles