বাংলা নিরাপদ বলেই আন্দোলন করতে পারছে – কল্যাণ
Bangla is able to move because it is safe - Kalyan

Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : আরজি কর কান্ডের প্রতিবাদ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে। বিচার চাই নিয়ে গতকাল মধ্য রাত থেকে নারীদের রাত দখল নিয়ে রাস্তাতে নেমেছিল ১৪ আগস্ট গতকাল। হাওড়া বালটি কুরী ম্যানুফ্যাকচারার এন্ড ট্রেড্রাস এসোসিয়েশন এর রক্তদান শিবিরে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক কল্যাণ ঘোষ আরজি কর নিয়ে নানান কথা বলেন।
বাংলা নিরাপদ বলেই আন্দোলন করতে পারছে। তারা রাত জেগে প্রতিবাদ করতে পারছে যেটা অন্য কোনো রাজ্যে হয়নি। অন্য রাজ্যের প্রসঙ্গ টেনে বলেন হাদরসে , উন্নাউ ও দিল্লির নির্ভয়ার সময়ও হয়নি যেটা আমার বাংলাতে হচ্ছে। তিনি একপ্রকার বিরোধীদের বুঝিয়ে দেন বাংলাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। স্বাধীনতা দিবসের দিনে বলেন বাংলা তথা ভারতবর্ষ কে হানাহানি দাঙ্গা বিচ্ছিন্নতাবাদ বিভেদ তৈরি করতে চাইছে আজকের ছাত্র যুব সুধি নাগরিকবৃন্দ ঐক্যভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।