রাজ্যের খবর

ফিরে দেখা কণিকা, শান্তিনিকেতনে নতুন মিউজিয়াম

Back to Kanika, the new museum at Santiniketan

Truth of Bengal : রবীন্দ্রনাথের স্নেহধন্য সংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তার বাসভবনে।  শিল্পীর শান্তিনিকেতনের বাসভবন আনন্দধারাতে  আর্কাইভ ও সংগ্রহশালা হিসেবে  উদ্বোধন করা হল ।  প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে  আনুষ্ঠানিকভাবে সংগ্রহশালার উদ্বোধন করলেন রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প বস্ত্র বিভাগ দপ্তরের  মন্ত্রী চন্দ্রনাথ সিনহা । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠভবনের প্রাক্তন অধ্যক্ষ সুপ্রিয় ঠাকুর, প্রবীণ আশ্রমিক কল্পিকা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

১ লা সেপ্টেম্বর থেকে এই আর্কাইভ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কতৃপক্ষ । মঙ্গলবার বাদে সপ্তাহের  বাকি দিনগুলোতে খোলা থাকবে এই আর্কাইভ। এই মিউজিয়ামে তৈরি করা হবে একটি ক্যাফেটেরিয়াও । যে সমস্ত পর্যটক কনিকা মিউজিয়ামে আসবেন তারা কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত ব্যবহৃত জিনিস, বাদ্যযন্ত্র সব তুলে ধরা হয়েছে মিউজিয়ামে। কণিকা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে আরো নানান ভাবনা রয়েছে কর্তৃপক্ষের।