রাজ্যের খবর

মুর্শিদাবাদে নগরা নীরদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম উদ্বোধন, খুশি ছাত্রছাত্রীরা

Auditorium inaugurated at Nagra Neerada Devi Tribal High School in Murshidabad, happy students

The Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নগরা নীরদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয় অডিটোরিয়াম হল ঘরের। এই অডিটোরিয়াম উদ্বোধনের ফলে কার্যত মুখে হাসি ফুটেছে স্কুল শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের।

সূত্রের খবর, নগরা নীরদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়াম হল ঘর উদ্বোধন করেন নবগ্রাম বিধানসভার বিধায়ক থানায় চন্দ্র মন্ডল। এই ঘর উদ্বোধন হওয়াতে খুশি স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

রবিবার ফিতে কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অডিটোরিয়াম হল ঘরের উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল। নবগ্রাম ব্লক কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ হাসান বাঁশরী নগরা নীরদা দেবী আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব চন্দ্র দাস সহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।

FREE ACCESS

Related Articles