রাজ্যের খবর

আরামবাগে বহুতল বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১ টি ইঞ্জিন

Arambagh fire

The Truth of Bengal: আরামবাগ শহরের পুরাতন বাজার এলাকায় একটি বহুতল বিল্ডিংয়ে আগুন লেগে অগ্নিদগ্ধ এক মহিলা। রবিবার এই ঘটনা ঘটে। দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বিল্ডিংটির তৃতীয় তলায় থাকা বাণী মাঝি নামে এক মহিলা অগ্নিদগ্ধ হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে দমকল বাহিনীর কর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে যেতে পারে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ জানা যাবে বলে তারা জানান। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন, আরামবাগ শহরে অগ্নিনির্বাপক ব্যবস্থার যথেষ্ট অভাব রয়েছে।

এছাড়াও, পরিকল্পনা ছাড়াই শহরজুড়ে বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। এতে করে আগুনের মতো দুর্ঘটনার আশঙ্কা থাকে। এই ঘটনায় আরামবাগ শহরের বাসিন্দারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তারা আশা করছেন, দ্রুতই শহরে অগ্নিনির্বাপক ব্যবস্থার উন্নতি করা হবে।

Related Articles