আরামবাগে দুর্ঘটনা! ট্রেনে কা*টা পড়ে মৃত্যু হল ১ মহিলার
Arambagh accident! 1 woman died after falling on the train

The Truth Of Bengal : সৌভিক গোস্বামী : আরামবাগ : আবারো ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটল আরামবাগে।এবার ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার। সোমবার সকালে আরামবাগ স্টেশন সংলগ্ন এলাকা থেকে মহিলার কাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সুত্রের খবর, মৃতার নাম যমুনা ঘোষ। বয়স আনুমানিক ৪৮। তার বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত কামারবেড়িয়া এলাকায়। উল্লেখ্য, রেমালের প্রভাবে বৃষ্টির কারণে আরামবাগ স্টেশনে অন্যদিনের তুলনায় অনেক কম জনসমাগম। জানা যায়, তার মধ্যেই রেল লাইনে ওই মহিলার কাটা দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর তারা খবর দেয় আরামবাগ স্টেশনে। পরে সেখানে আসে আরপিএফ এবং আরামবাগ থানায় পুলিশ। আরপিএফ ও পুলিশের উপস্থিতিতে মহিলার দেহ উদ্ধার করে আরামবাগ মেডিক্যালে কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মহিলার পরিবার সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি ওষুধও খেতেন। গতকাল সন্ধ্যায় যমুনাদেবী ওষুধ কেনার নাম করে একজনের বাইকে করে কোতুলপুরের উদ্যেশ্যে বেরিয়েছিলেন। তারপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পাইনি। তার পরিবারের লোকজন এমনটাই জানান। এদিন আরামবাগে তার মৃতদেহ উদ্ধারের খবর পায় পরিবারের সদস্যরা। খবর পেয়েই তারা আরামবাগ থানার দ্বারস্থ হয়।