
The Truth of Bengal: নন্দীগ্রাম দিবস ঘিরে ফের শাসক-বিরোধী তরজা। সকাল থেকে গোকুলনগরের শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানানো নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। নন্দীগ্রাম দিবসে শহিদ প্রতি শ্রদ্ধা জানাতে সকালে গোকুলনগরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শহিদ বেদিতে মাল্যদানের পাশাপাশি মঞ্চ থেকে একাধিক ইস্যুতে মুখ খোলেন তিনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।
লোকসভা ভোটে নন্দীগ্রাম থেকে অনেক ভোটে লিড নেওয়ার কথা ঘোষণা করেন।শুভেন্দু অধিকারীকে বরাবরই কথায় কড়া প্রত্যাঘাত করে থাকেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিনও তার ব্যতিক্রম হল না। শুভেন্দুর বক্তব্য সম্পর্কে কুণালের পাল্টা দাবি, চোরের মায়ের বড় গলা। ২০২৪ সালে সরকার বদল হলে এই ইডি-র হাতেই গ্রেফতার হবেন শুভেন্দু। একই সঙ্গে করে পঞ্চায়েত ভোটের ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে দাবি করেন লোকসভায় নন্দীগ্রামে লিড দ্বিগুণ করবে তৃণমূল।
গত দু-তিন বছর নন্দীগ্রাম দিবস পালন ঘিরে এমনই রাজনৈতিক কাজিয়া চলে আসছে। এ বছরও ব্যতিক্রম হয়নি। গোকুলনগরের শহিদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানানো নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে পারদ চড়তে থাকে সকাল থেকেই। এবছর শহিদ বেদিতে মাল্যদানের জন্য দুই দলকে আলাদা আলাদা সময় বেঁধে দেওয়া হয় প্রশাসনের তরফে। সকাল ৯টা নাগাদ প্রথমে সেখানে মাল্যদানে যান শুভেন্দু। ওই শহিদ বেদিতে দাঁড়িয়েই তিনি আক্রমণ করেন তৃণমূলকে। শুভেন্দুর পর ওই একই মঞ্চে শহিদ বেদিতে শ্রদ্ধা জানান কুণাল ঘোষ-সহ তৃণমূল নেতারা। মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই মঞ্চে বসেই শুভেন্দুকে পাল্টা জবাব দেন কুণাল।
Free Access