ফের ডুয়ার্সের চা বাগানে চিতা বাঘের হানা, আতঙ্কিত এলাকাবাসিরা
Another attack by a leopard in the tea garden of Dooars, the local residents are terrified

The Truth Of Bengal: ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচা বন্দি চিতাবাঘ। সোমবার সকালে বানারহাট ব্লকের রিয়া বাড়ি চা বাগানে খাঁচা বন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই রিয়া বাড়ি চা বাগানে চিতা বাঘের আতঙ্ক ছড়িয়েছিল।
বাগানের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয়। কিছুদিন আগে রিয়া বাড়ি চা বাগানের ৮ নং সেকশনে খাঁচা পাতে বন দফতর। সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দি হল চিতাবাঘ। এদিন চিতা বাঘের গর্জন শুনে শ্রমিকরা এগিয়ে গিয়ে দেখে ওই খাঁচায় বন্দি হয়েছে একটি চিতাবাঘ। যদিওবা এর আগে, ডুয়ার্সের চা বাগানগুলিতে কমবেশি চিতাবাঘের উপদ্রব মাঝেমধ্যেই লক্ষ্য করা যায়। বেশ কিছুদিন ধরে বাতাবাড়ি চাবাগানেও চিতাবাঘের উপদ্রব চলছিল। আতঙ্ক ছড়িয়েছিল চা বাগানে। স্থানীয়দের দাবীতে বনকর্মীরা কয়েক দিন আগে বাতাবাড়ি চা বাগানের ৫ বি সেকসনে খাঁচা পাতে।
খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। বন দফতর সূত্রে খবর, সুস্থ থাকায় চিতা বাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।