রাজ্যের খবর
আরও ১০লক্ষ শিক্ষকের চাকরি রেডি আছে, যুবসমাজকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Another 10 lakh teachers jobs are ready, Mamata Banerjee's message to the youth

The Truth of Bengal: রাজ্য চাকরি বাতিলের জন্য আবারও নরেন্দ্র মোদিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কিভাবে এসএসসি মামলায় প্রায় ২৬হাজার শিক্ষকের চাকরি বাতিল করে বিজেপি তার সবিস্তার ব্যাখা দেন তিনি।মোদিকে মমতার তোপ,, ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিলেন, শিক্ষক-শিক্ষিকাদের পথে বসালেন। আর ভোটের আগে এসে বলছেন, ‘হাম ভি কৌশিস করে গা!’ কী করবেন ? আপনারাই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য, সেই ছেলেমেয়েদেরও চাকরি খেয়ে নিয়েছেন।’’ তার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১০ লক্ষ চাকরি রেডি আছে। শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। পিল করে চাকরি খেয়ে নিচ্ছে।তৃণমূল চাকরি দিলেও চাকরি খেয়ে নেয় বিজেপি সিপিএম।