রাজ্যের খবর

শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টায় ব্যর্থ, কে বা কারা এই ঘটনার সাথে যুক্ত তল্লাশি শুরু করেছে পুলিশ

An attempt to kidnap the industrialist's grandson

The Truth of Bengal: রানিগঞ্জে শিল্পপতির নাতিকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়েছে। শিল্পপতির নাতিকে স্কুলে যাওয়ার সময় অপহরণের চেষ্টা করা হলেও স্থানীয় লোকজন ঘটনাটি দেখে অপহরণ বন্ধ করে দেয়। জানা গেছে, আসানসোলের সেন্ট ভিনসেন্ট স্কুলের ৭ বছর বয়সী এক ছাত্র স্কুল মোডে বাড়ি থেকে গাড়িতে করে স্কুলে যাচ্ছিল, তখন জামুরিয়া থানার শ্রীপুর ফান্দির অন্তর্গত বগুড়া জংশনের কাছে লোকজন তার গাড়ি ঘিরে ফেলে। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন তাদের বাধা দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আচমকা এ ঘটনায় সবাই অবাক।

কেন এবং কী উদ্দেশ্যে এই অপহরণের ঘটনা ঘটানো হয়েছে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এদিকে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, রানিগঞ্জের শিল্পপতি রামকুমার সারদার নাতি রেহান অন্য দিনের মতো নিজের গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন, এমন সময় এই ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ফেরত পাঠানো হয়। রানিগঞ্জ মোড় থেকে অপহরণকারীরা তাদের ধাওয়া করছিল বলে অনেকে দাবি করলেও প্রশ্ন উঠছে কেন এবং কী উদ্দেশ্যে তারা এমন ঘটনা ঘটাতে চেয়েছিল?

জানা গেছে, রাণীগঞ্জের মঙ্গলপুর শিল্পাঞ্চলে ব্যবসার পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে শিল্প কারখানা রয়েছে ওই ব্যবসায়ীর। এ নিয়ে সবাই সন্দিহান। এখানে এই ঘটনার পর ব্যবসায়ীর বাড়িতে, তার স্বজন ও রানিগঞ্জের ব্যবসায়ী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। একই সঙ্গে পুলিশ প্রশাসন এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সব থানা এলাকায় তল্লাশি শুরু করে। বাড়ি বাড়ি তল্লাশি চলছে। সব এলাকায় পুলিশের বিশেষ নজরদারি দল মোতায়েন করা হয়েছে।

Related Articles