৮৫ বছর বয়স্ক এক বৃদ্ধের নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বরে
An 85-year-old man has gone missing in Bhadreshwar

The Truth Of Bengal : হুগলি : তরুণ মুখোপাধ্যায় : হুগলির চাপদানীতের এক ব্যবসায়ী নিখোঁজ। এই ঘটনানার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে গত ৮ই জুন চাঁপদানীর পূর্বাচল পল্লীর বাসিন্দা 85 বছর বয়স্ক দুলাল চন্দ্র পাল বেলা 11 টা নাগাদ প্রতিদিনের অভ্যাস মত ভদ্রেশ্বর স্টেশন বাজারে তার বড় ছেলের দোকানে যান। সেখানে কিছুক্ষণ বসার পর দোকান থেকে বেরিয়ে যান ভদ্রেশ্বরে কে জি আর এস পথে তার ছোট ছেলের দোকানের উদ্দেশ্যে। কিন্তু জানা যায় ঐদিন তিনি তার ছোট ছোট ছেলের দোকানে যাননি। তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ দুলাল। তার নিখোঁজ এর ঘটনায় তার পরিবারসহ পাড়া-প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়ে।
চারিদিকে চারিদিকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু এখনো পর্যন্ত রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন দুলাল। তার খোঁজে ব্যান্ডেল জিআরপি, শেওড়াফুলি জিআরপি, হাওড়া জিআরপি সহ একাধিক রেল পুলিশের থানায় তার তার ফটো এবং ফোন নম্বর দিয়ে লিফলেট সাঁটানো হয়েছে। কিন্তু এখনো খোঁজ মেলেনি দুলাল বাবু তার এই অন্তর্ধানের ঘটনার অভিযোগ জানানো হয়েছে লালবাজার ভবানী ভবনে। স্থানীয় বাসিন্দারা জানান, অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন দুলাল। ভদ্র স্বভাবের ধর্ম কর্ম নিয়ে থাকতেন। এতদিন ধরে কিভাবে তিনি নিখোঁজ রয়েছেন সেইটাই আশ্চর্যের বিষয়।
পরিবার সূত্রে জানা গেছে, যখন তিনি নিখোঁজ হন সেই সময় তিনি ধুতি এবং ফতোয়া পরিহিত ছিলেন এবং তার ডানদিকে একটি জরুলের দাগ রয়েছে। সব মিলিয়ে এতদিন ধরে একজন এত বয়স্ক বৃদ্ধ কোথায় গেলেন সেই নিয়ে ভদ্রেশ্বর জুড়ে চলছে তুমুল চর্চা।