রাজ্যের খবর
Trending

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প পৌষ মেলার উদ্যোগ, প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত

Alternative Paush Mela Initiative On the Instructions of the Chief Minister

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকল্প পৌষ মেলা নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বোলপুরে হবে বিকল্প পৌষ মেলা ।বিশ্বভারতীর কাছে মাঠ চেয়ে আবেদন করা হবে, আবেদন করা হবে জেলা প্রশাসনের তরফে।

বোলপুর মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে ছিলেন বোলপুরের বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, ছিলেন বীরভূম ডিএম, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনের আধিকারিকরা। ডাকবাংলো ময়দানে পৌষ মেলা করার বিষয়ে উদ্যোগী জেলা প্রশাসন।

বেশ কিছুদিন যাবত যেভাবে জলঘোলা হয় মেলা করা বা না করা নিয়ে তারপরেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন মেলা করার। জানা যাচ্ছে  বিশ্বভারতী মেলা করতে পারছে না জানার পরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিলেন পৌষমেলা করার। সেভাবেই জেলা প্রশাসনকে উদ্যোগ নিতে বলা হয়েছে। এ বিষয়ে শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন কর্তৃপক্ষ (‌এসএসডিএ)‌–র চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, সব বিধায়ক ও ব্যবসায়ী সমিতির কর্তাদের নিয়ে শুক্রবার বৈঠক।

Free Access

Related Articles